মনন

সেদিন ও আরেকদিন
********************
একেকদিন ভোরের ঘুম ভাঙে, 
কালো মেঘের জয়োদ্ধত নিনাদে।
দেখে, প্রথম লগ্নের লালচে আকাশ
আবার চাদরে মুখ ঢাকে ভোর।
শেষ প্রহরের মেদুর স্মৃতি মাখা চাদর আর লাজুক হাসিতে,
হয়ত আরো ক্ষণিক ভেসে থাকতে চায়।

অনেকদিন, সূর্যাস্তের পর আকাশ সেজে ওঠে তোমার ব্রীড়ার সাজে।
শেষ রশ্মিকে সে,
চিলের ঘরে ফেরা অবধি ধরে রাখতে চায়।
ক্লান্ত দিনের শেষে, তোমার চলার ছন্দে তখন
মনখারাপের ছন্দপতন।
যেভাবে, মোহনার আগে নদীও ফিরে আসতে চায়।
মাথা নীচু করে ঘরে ফেরার পথে,
ফেলে আসা এক শেষ প্রহরের আবেগে,
আবার রক্তিম হয়ে হেসে ফেলার সময়,
যদি ভাব অনেকদিন হয়নি দেখা, সেদিন একবার মাথা তুলে দেখ।
সে'সব দিনে আমি চিলের সাজে, দেখি
মোহনার জলে গোধূলির আল্পনা।

আরেকদিন বৈশাখের দাবদাহে উত্তপ্ত মাটি, 
মত্ত হয় বৃষ্টির কামনায়। 
বৃষ্টির দীর্ঘ প্রতীক্ষাও একসময় অবসন্ন হয়,
গুমোট সন্ধ্যার অমোঘ পদধ্বনিতে।
মন্দিরে আরতির ঘণ্টা অথবা ঈশার আজান পেরিয়ে যেদিন, 
তোমার ডাক শুনতে পাই।
সেদিন মেঘমল্লার ছাড়াই বৃষ্টি, 
মাটির জন্য শেষ প্রহর অবধি গান গায়।

দেবাঞ্জন বাগচী।

Comments

Popular posts from this blog

যেতে যেতে ৫ :: 22nd July 2018

যেতে যেতে ৪ : 7th July 2018

মনন..10th Feb 2019