মনন...4thMay 2019

দেখি নাই ফিরে
***************

জানি আমায় চেয়েছিল এক উষ্ণ সকাল।
আমার মন বুঝেছিল এক অলস দুপুর,
লজ্জায় মুখ লুকোনো লজ্জাবতী গাছ,
আর -
কিছুটা হলেও, সুবর্নরেখার জলে ভাসা সাদা ফুল।
পাড়ে বসতে বলেছিল একঝাঁক ছোটছোট মাছ।

অনেকটা পথ চলতে চলতে আমার গায়ে পথের গন্ধ,
পথও কিছুটা আমার গন্ধ শুষে নিয়েছে।
তাই-
স্থল জল ও আকাশপথ আমার গন্ধ চেনে।

প্রতিটি মন ভাঙ্গার মুহূর্তে ঝরেছে কিছু মেহগনির পাতা,
আবার-
সাহস দিয়েছে নবোদিত আমের মুকুল।
বাকি স্বপ্নগুলো দেখতে দিয়ে এলাম এক বর্ষায় ফোটা জারুলকে,
স্বপ্নের মৃত্যুর ছাপ রেখে এসেছি হাসপাতালের সবুজ চাদরে।

চেনা রুমালের নিরাপত্তা ছেড়ে আমি আবার আমার পথে।
এ পাহাড় শুধু আমার কথা জানে,
কেন ফিরে দেখিনি রাঙ্গা মাটির পথে।

Comments

Popular posts from this blog

মনন..10th Feb 2019

নাগরিক দিনলিপি ১০ : 30 th Aug 2019

মনন...2nd Nov 2019