মনন..3rd Sep 2019

পথের দিবাস্বপ্ন
**************

অনেকটা পথ পেরিয়ে এসে মনে হল অনেক কিছু বলা হয়নি,
ছেলেবেলায় প্রথম উল্কা দেখার গল্প
অথবা কাদামাঠে গোল্লাছুট খেলার,
তোমার ডটপেনও রয়ে গেল বুকপকেটে।
আমাদের তো আর দেখা হওয়ারও কথা নেই।

দূষণে ঢাকা রাজপথ সকালে ধুয়েছিল এক পশলা বৃষ্টি,
নেমে আসা জলভরা কালচে সাদা মেঘ
টুকরো টুকরো হয়ে সারা আকাশে খেলা করছে,
বিস্তৃত জলাশয় ধরছে তাদের জলছবি।
যদিও ওদের এখানে ধরা দেওয়ার ইচ্ছা নেই।

সেতুর ওপর চলমান জনস্রোত থেকে এক পা সরে ধরি রেলিং,
ভাবি এক শান্ত নদীর কথা, তার জল
জলজ উদ্ভিদের রংয়ে নিজেকে রাঙ্গিয়ে রাখে,
এক নদীর জল আমায় দু'ভাগ করে মাঝখান দিয়ে বয়ে যায়। 
সে নদীর আজ এখানে আসার কথা নেই।

শহরে পাটকল মালিকের প্রাসাদোপম বাড়ি ও বাগানের সামনে দাঁড়াই,
ট্রেনে যেতে দেখি বন্ধ পাটকলের লাল দেওয়াল
গঙ্গা পেরোতে পাটকলের ঔপনিবেশিক বাংলো,
ফেরিঘাটে বন্ধ কলের বৃদ্ধ শ্রমিক ভিক্ষা চায়।

এত মিছিল পেরিয়ে ওদের তো ভিক্ষা করার কথা ছিলনা!

©দেবাঞ্জন বাগচী।

Comments

Popular posts from this blog

যেতে যেতে ৫ :: 22nd July 2018

যেতে যেতে ৪ : 7th July 2018

মনন..10th Feb 2019