মনন...30 thMarch 2020

হারিয়ে যেতে চাই
****************

আজকাল সবই অচেনা লাগে।
ট্রেনের হুইসল, বদলানো দৃশ্যপট,
গোল্লাছুট খেলার মাঠ, অথবা
বেলিফুলের গন্ধ বর্জিত গ্রীষ্মের সন্ধ্যা।
হারিয়ে গিয়েছিলাম একবার বারোদোলের মেলায়,
ফিরে পাওয়া ছেলেটা জানত, 
মায়ের আঁচলে মুখ গুঁজে কাঁদার সময়, যে
খুঁজে পাওয়ার পরেও তার একটা অংশ আর ফেরেনি।
যেমন ফিরবে না আর তোমার একটি অংশ,
আমাদের দেখা হওয়ার পর।
তোমার সেই না থেকেও রয়ে যাওয়া স্বত্তার হাত ধরে, 
অপ্রাসঙ্গিক নির্বাসনে আজও খুঁজে ফিরি, 
সেই হারানো বালকের বিস্ময়ভরা চোখ।

চৈত্রের দুপুরে, 
ফাঁকা শহুরে রাজপথে মনে পড়ে
কবে যেন আমিও শিশু ছিলাম।
দুপুর কাটত কোকিলের ডাক শুনে, 
স্বর্ণলতায় বকুলের মালা গেঁথে, আর
শিমুল ফলের সশব্দ মোক্ষলাভে।
আজ নিস্তরঙ্গ দীঘির জল কচুরিপানার গ্রাসে,
আমাদের ভালোবাসায় রোজনামচার ক্লান্তি।
আসছে বারোদলের মেলায় আবার আমি হারিয়ে যেতে চাই।
একটা আমি আবার হারিয়ে যাক,
আরেকটা আমি আবার মুখ গুঁজবে মায়ের আঁচলে,
তেল হলুদ আর সার্ফের মিশ্রিত চেনা গন্ধের নিরাপত্তায়।

দেবাঞ্জন বাগচী।

Comments

Popular posts from this blog

নাগরিক দিনলিপি ৪

নাগরিক দিনলিপি ২

যেতে যেতে ৫ :: 22nd July 2018