মনন...2nd Nov 2019

মলিন সময়ে লুকোচুরি
--------------------------------
চেনা রেলপথে
চেনা স্টেশনে
পরিচিত দৃশ্যের কোলাজেও লেগে থাকে কর্মজীবনের দিনপঞ্জি।
রাতের খালি কামরায়
মৃদু দুলুনিতে
নেমে আসা অগভীর ঘুম,
গাঢ় হওয়ার আগেই কানে বেজে ওঠে-
স্বপ্নভঙ্গের কর্কশ শব্দ।
একেকদিন আমি সিগারেটের শেষ অংশের মতন ফুরিয়ে যাই।

অচেনা শহরের পথে, যখন 
আকাশভেঙে বৃষ্টি নামে-
শতবর্ষ পুরোন বাড়ির গাড়িবারান্দায় আশ্রয় নিই।
বহুদিন চোখ বন্ধ করে বৃষ্টির জল পান করিনি।
তারপর এক বর্ষার দিনে, বৃষ্টির স্বাদ নিতে 
উঠি আমার বাড়ির ছাদে।
সেদিন,
অনেক প্রতীক্ষার পরেও বৃষ্টি নামে না।
একেকদিন আমি তৃষ্ণার্ত থাকি, খালি ক্যানের মতন।

বর্ষাবিদায়ের পর 
সকালের নীল আকাশের দিকে চেয়ে,
যখন হারানো মানুষের কথা ভাবি-
আমার এক তারা-ভরা আকাশের কথা মনে পড়ে।
অসংখ্য তারার ভিড়ে আমি,
সূর্যকেই হারিয়ে ফেলি!
অবিন্যস্ত মন ছড়িয়ে ছিটিয়ে যায় ছায়াপথ জুড়ে,
একেকদিন রাতে আমি একমুঠো কাঠের গুঁড়োর মতন পড়ে রই।

অমোঘ আপসের, হোঁচট খাওয়া পথে 
প্রতিনিয়ত আমার গতিরোধ করে -
দেওয়াললিখন
মানুষের মিছিল
পথশিশুদের লুকোচুরি খেলা
খসে পড়া পাখির পালক, আর 
মলিন সময়ের অমলিন চাঁদ।
মনে হয় পতনের শেষ মুহূর্তে, 
উল্কা চাঁদের মায়ায় ফিরে যেতে চায়।
একেকদিন চুপ করে ভাবি ফুটপাথে।
সেদিন আমি বাসের টিকিটের মত ফুটপাথেই রয়ে যাই।

- দেবাঞ্জন বাগচী।

Comments

Popular posts from this blog

মনন..10th Feb 2019

নাগরিক দিনলিপি ১০ : 30 th Aug 2019