মনন...2nd Dec 2019

বেলাশেষে
**********
ধোঁয়াশা পেরিয়ে নীল আকাশের চিল,
পেল বিশ্রাম ভাঙাচোরা জানালায়।
ছাতিম ফুলের মাতানো গন্ধ মেখে
ফুটপাথ শুধু রেখে দিল কিছু স্মৃতি।
সকালের ফুল জানে কি সে উপচার,  
অথবা শুধুই পুতুল পুতুল খেলা?
কেন অধিকার লাল গোলাপের প্রেমে
রজনীগন্ধা কেন সম্ভ্রম পায়?
দেখে পথচারী মৃত বিড়ালের ছানা,
ভাবছে এ কেন পায়নি গো ন'টা প্রাণ!
সে শোক রাতের পথেই মিলিয়ে যাবে,
শোকের ঠিকানা মহানগরের নালা।
চোদ্দ প্রদীপ নিভেছে সপ্ত প্রহরে,
ঢাকা এ শহর মৃত ফানুসের লাশে।
শেষ লোকালকে যেতে দিল লাল বাতি,
কালকের পিছু নিল আজকের দিন।

Comments

Popular posts from this blog

নাগরিক দিনলিপি ৪

নাগরিক দিনলিপি ২

যেতে যেতে ৫ :: 22nd July 2018