মনন...29thJan 2020

সহজে বিরাম নেই
******************

একেকদিন সকালে সূর্য খুলে রাখে লালচে মুখোশ,
ভাল লাগে না তার, ভাঙাতে সবার ঘুম।
ঘন মেঘের ওপারে, চাদর জড়িয়ে,
সে আবার খোঁজে অসম্পূর্ণ স্বপ্নের রেশ।
আমি ভাবি 
কোথায় মেঘের শুরু,
কুয়াশার কোথায় শেষ।
অনেক আলো দিয়ে সূর্য, সেদিন বিশ্রাম নেয় ।

রাজপথে সাজানো শতায়ু বাড়িঘর
সেদিন ভেজেনা বৃষ্টির জলে।
সে তাদের স্নানের উৎসব।
বৃষ্টির জলে আরো কিছুটা ধুয়ে যায় 
গাড়িবারান্দা, খড়খড়ির জানালা, লাল মেঝে, 
মরচে ধরা লোহার গেটে রয়ে যাওয়া আভিজাত্য।
বেলজিয়ান গ্লাসে আটকে থাকা ধুলো
ফুটপাথ বেয়ে, খুঁজে পায় আবার রাজপথ।
মাঝে মাঝে পথও বিশ্রাম নেয়।

কোলাহলে মুখর নগরের পথে মিছিল অপরাহ্নে শান্ত হয়ে আসে,
নাগরিকের চোখ খোঁজে চেনা নম্বর, বাসের গায়ে। 
বাসের ধোঁয়ায় অচেনা যাত্রীর চেনা মৃতদেহের গন্ধ,
তবুও কেউ কেউ তাড়া দেয়, "জোরে চালাও"।
সবুজ সিগনালে দাঁড়িয়ে বৃষ্টি দেখে বাস,
অনেক দশক চলার পর, সে পঙ্খিরাজ হয়ে বিশ্রাম চায়।

দু'দিন, দু'রাত বৃষ্টির পর 
মত্ত বাণের জল 
চারদিক ভাসিয়ে ,আবার ছাড়ে নদীর সঙ্গ।
তার কিছুটা বিশ্রাম পায় দীঘির জলে
কিছুটা চোখেই রয়ে যায়।
অবিরাম দেখার পর চোখ 
একেকদিন, আবার তাকে খুঁজে পায়।
একেকদিন চোখ দুটো বিশ্রাম চায়।

দেবাঞ্জন বাগচী।

Comments

Popular posts from this blog

নাগরিক দিনলিপি ৪

নাগরিক দিনলিপি ২

যেতে যেতে ৫ :: 22nd July 2018