দেবাঞ্জনের কবিতা (১)...27 th Nov 2017

শংখচিল

তিনযুগ পরে পরে আবার মিলেছে চোখ,
মাঝে পেরিয়েছে হাজার মাইল পথ।
ক্লান্ত পায়েরা অলস পদক্ষেপে,
কেন খুঁজে নিল আবার তোমার ঘর!

আমি তো চাইনি দেখাতে আমার মুখ!
চেয়েছি দেখতে শুধু তুমি আছ কিনা।
পরে আজও সেই সাদা পাটভাঙা শাড়ি,
করুন গানের সুরে আটকালে পথ ?

কালো পাড়-শাড়ী আজও কি তোমার প্রিয়?
দলবেঁধে সবে এসেছ যে একই বেশে!
নাকি ভেবেছিলে চিনতে করব ভুল,
জাননা আমার আঁধারেই যাতায়াত? 

লাল ঠোঁটে কেন মিলনের গান গাও!
আমিই জানিনা আমার ভবিষ্যৎ।
আজ ক্ষনিকের বাঁধভাঙ্গা উচ্ছাসে,
বুকে টেনে নিলে তিনটি যুগের পর?

আলতা পায়েতে অতলের আহবান,
দাওনা পেরতে উত্তাল জলরাশি।
আমার পায়ের ক্লান্তি কি জান তুমি?
এনেছে সে তোমাকে দেখতে একটিবার।

Comments

Popular posts from this blog

নাগরিক দিনলিপি ৪

নাগরিক দিনলিপি ২

যেতে যেতে ৫ :: 22nd July 2018