মনন...25th Oct 2019

উষ্ণ নিঃশ্বাসের মুখোমুখি
------------------------------------

সকালের নরম রোদ ভূমি স্পর্শ করার আগেই
শুনতে পাই তোমার হৃদস্পন্দন।
আমার হৃদস্পন্দনে মিলিয়ে নিই,
তোমার ব্যস্ত জীবনের লয়।
তোমার গন্ধের আবেশে আনমনা হয়ে ঝরে যায়,
দূর্বা ঘাসের ওষ্ঠলগ্না, কিছু শিশিরবিন্দু।
তাদের আমি ধরে রাখতে শিখিনি।

ব্যস্ত দিনের রোজনামচা পেরিয়ে যেদিন 
তুমি তাকাও নিজের দিকে,
তারা আবার বাসা বাঁধে ঘাসের বুকে।
একেক দিন আমার বুকে তোমার রেখে যাওয়া
উষ্ণ নিঃশ্বাস সলজ্জে জানতে চায়, 
সে কি করে আমার বুকে এল!
তাকে বুকে আঁকড়ে রেখে দেখাই-
কিভাবে পাথরের বুকে নিরাপত্তা পায়,
একখন্ড নীলচে সরোবর।
তোমার স্বেদবিন্দু আমি জমিয়ে রাখতে পারিনি।

এ সরোবর একদিন দেখেছে তোমায়।
অনেক দিনের কথা। 
মনে পড়ে, সেদিন তুমি এখানেই দাঁড়িয়ে ছিলে?
মনে রেখেছে পাথর ভেদ করে উঠে আসা কিছু শুকনো রডোডেন্ড্রন,
কুয়াশা ঘেরা আঁকাবাঁকা পাহাড়ি পথ,
আর কিছু স্কারলেট মিনিভেট।
আমার ব্যস্ত ভ্রমণের ফাঁকে ওরা ডাকে,
খালি তোমারই গল্প বলতে চায়
কিচিরমিচির করে।
আমারই হাতে সময় নিয়ে আসা হয়নি।

পাহাড়ি ফুলের পাপড়িতে লেগে থাকে কিছু ঝরে যাওয়া রেণু,
মনে পড়ে ঝরে যাওয়া শিউলি ফুলের মুখ।
তোমার অপার বিস্মিয়মাখা চাহনিতে আজও,
কিশোরীর চঞ্চলতা ধরে রাখা।
বদলায় দিন, সময় বদলে যায়,
আমার পৌঁছতে দেরি হয়ে যায়।
সূর্য তোমার টিপের রঙে নিজেকে নেয় রাঙিয়ে,
তোমার একটা টিপের পাতাও-
প্রিয় ডাইরিতে আদর করে তুলে রাখা হয়নি।

-দেবাঞ্জন বাগচী।
ছাঙ্গু, সিকিম।

Comments

Popular posts from this blog

যেতে যেতে ৫ :: 22nd July 2018

যেতে যেতে ৪ : 7th July 2018

মনন..10th Feb 2019