মনন...25 th Dec 2019

কানাগলি ও আমি
*****************
ফিরতে দেরি হওয়ার দিনে আমি শুনি,
কানাগলির না বলা গল্প।
অঝোরে বৃষ্টির সন্ধ্যায়,
জলজমা গলিতে মাটির নীচ থেকে ভেসে ওঠা অনেক না শোনা কথা।
কুশীলবেরা স্মৃতি রেখে বিদায় নিয়েছে, বহু বছর আগে।
যেমন আতরের শিশিতে রয়ে যায় গন্ধ বহুকাল।

অনেকাংশে অসম্পূর্ণ। 
তেমন চেনাও নয়-
এ শহর,
স্ট্রিটল্যাম্প,
ভাঙ্গা পথ, অথবা
উঁচুনিচু ফুটপাথ।
তারই মধ্যে মায়াবী লাগে কানা গলির মলিন গল্পগুলো।

বৈশাখের দুপুরে শহরবাসীকে যখন ঘন কালো মেঘ-
দেখাতে আসে ভয়,
চঞ্চল পাখির ডাকে মনে পড়ে এক আমগাছের কথা।
আজকাল চুপ করেই থাকি।
গল্পে মুখর ছুটির আড্ডায়,
নির্মেদ উপন্যাসের শেষ লাইনে,
অথবা আমাদের অসমাপ্ত প্রেমের বিকেলে।

নিজের কাছে তৈরি হয়না নতুন কোন অঙ্গীকার,
যখন ভিখারি নাগরিক সাহায্যপ্রার্থনায় আসে।
পার্কের পথে পদব্রজে স্মৃতির সঙ্গী হয়ে ফিরে যাই, কয়েক দশক আগে।
যেমন পেছনে ছুটে যায় বাড়িঘর, ট্রেনের জানালা দিয়ে।
অনেক পথ পেরিয়েও এগোতে পারিনা,
নিয়তি সৃষ্ট অদ্ভুত সব ধাঁধার ছকে আমরা সবাই বড় অসহায়।
মনে হয় যুগ যুগ ভিজে আজ এ শহরও সম্পৃক্ত,
আর জল নয়।
ঘনিয়ে আসা মেঘকেই আজ সে কানা গলির গল্প শোনাতে চায়।

দেবাঞ্জন বাগচী।

Comments

Popular posts from this blog

মনন..10th Feb 2019

নাগরিক দিনলিপি ১০ : 30 th Aug 2019

মনন...2nd Nov 2019