মনন...23rd Oct 2019

সবুজ নদীর জলে
---------------------------

জানতে পারেনি মনোযোগী পথচারী 
সযত্নে আমি এড়িয়েছি ধ্রুবতারা।
পথ চেনানো নিয়ন আলোর রেশ,
বিটুমিন ঢালা শহরের রাজপথ,
ধাঁধানো আলোয় দেখেনি তুলে চোখ,
উপসংহারে উল্কার উল্লাস।

শেষ বিকেলে লালচে সূর্য যখন,
কুয়াশায় মুখ পারেনি ফেলতে ঢেকে,
উনুনের ধোঁয়া ফসলের ঘ্রাণ নিতে,
নেমে এসেছিল হলুদ সর্ষে ক্ষেতে।
শাঁখের শব্দে ফিরে এসে শুকতারা,
শুনিয়েছিল গতজন্মের কথা।
ওদের আমি আগেই দিয়েছি বলে-
নিয়ে যাবে কবে, সর্পিল সেই পথে?

নিজের থেকে কয়েক জন্ম দূরে
আলাপ আজকে পাহাড়ি ফুলের সাথে।
ধাপে ধাপে নামা সবুজ ধানের ক্ষেত,
মন্ত্রনিশানে হিমেল হাওয়ার দাগ।
পাহাড় ভাঙে সবুজ জলের নদী,
শৈলশিরায় আবার হারিয়ে যায়-
পাহাড়ের পথে নিজেকে হারিয়ে মন,
তোমার গন্ধে জীবনের খোঁজ পায়।

- দেবাঞ্জন বাগচী । 
(রোলেপ, সিকিম)

Comments

Popular posts from this blog

যেতে যেতে ৫ :: 22nd July 2018

যেতে যেতে ৪ : 7th July 2018

মনন..10th Feb 2019