মনন....1st Jun 2019

মৌন সন্ধান
***********

আচ্ছা একদিন
আমাকে ভুলেও তো যেতে পারো!
যেমন ভুলে গেছো অনেকদিন আগে পড়া
কোনো কবিতা!

আগে এসব ভয় মুখোশ পরে
হাজির হত আমার সামনে,
পায়চারি করত ঘন ঘন মনের দালানে।
অবসন্ন হত একসময়, যেমন সন্ধ্যায় 
পথ হারানো পাখির চিৎকার হারিয়ে যায় পশ্চিম আকাশে।

আজ আর এসব ভাবিনা ঘুম থেকে উঠে,
হয়ত ভাবার সাহসও পাইনা।
দিন বদলের স্বপ্নের চাই আকাশের নীল ঔদ্ধত্য,
কোথায় সেই অঙ্গীকার!
যা রচিত হতে পারত কোন বৃষ্টিভেজা সন্ধেয়,
কেন আমরা সেই অঙ্গীকারে দিইনি এঁটে
আমাদের চুম্বনের সীলমোহর?

তবে কি সব প্রাণীই পথ হারা,
সবাই আশ্রয় খুঁজে পাওয়ার আশায় করে কি সময়ের অপচয়?
হিমশীতল জলেও খেলা করে ট্রাউট,
যেমন সকালের নরম রোদ খুঁজে পায় তোমার পিয়ানোর রিড।
রোদের মুখর স্পর্শেও কিছু ঝংকার থেকে যায় মৌন।

তোমার একদা সাইকেল চালানো পথ 
আমায় ডাকে।
একটি মোড় পেরিয়ে তুমি মিলিয়ে গেছ
ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে।
সে আনাগোনার পথে কিছু ঝরা পাতা খুঁজছে ভেজা চুলের গন্ধ।
আসলে আমরা মনে করতে ভুলে যাই।

Comments

Popular posts from this blog

যেতে যেতে ৫ :: 22nd July 2018

যেতে যেতে ৪ : 7th July 2018

মনন..10th Feb 2019