দেবাঞ্জনের কবিতা(২)..19th Feb 2018

চৌরঙ্গীতে সন্ধ্যা
------------------------------

ভাষাদিবসের টানে ফিরে আসে,
লাল শিমূল।
মৌটুসি ফিরে আসে, 
পলাশের কুঁড়ির ইশারায়।
স্বভাবউদ্ধত বিবর্ণ ফুটপাথের ফাঁকে,
সদর্পে উঁকি মারে দূর্বা।

বাতিস্তম্ভ বেয়ে নীল আলোর মালা উঠে আসে নিয়নের নিশ্বাসের গন্ধে।

সারিবিদ্ধ অট্টালিকার মার্জিত আলোর মালা, উচ্চতায় নিরাপত্তা পায়।
ঘরমুখো কেরানী ক্লান্ত পদক্ষেপে,
নৈশভোজের টানে।
মন্দিরের ঘন্টা বাজে আবহমান ছন্দে,
ছন্দেও তার ধূপের গন্ধ।

রাজপথের সবুজ সিগনাল মাতোয়ারা হয় ফাল্গুনি হাওয়ার চিরাচরিত আনাগোনায়।

তারামণ্ডল খোঁজে আকাশের গায়ে,
তারা হয়ে যাওয়া স্বপ্ন।
স্বপ্নের শোক কোলে বিচারপ্রার্থী মাতৃমূর্তি,
অস্তমিত সূর্যের খোঁজে।
তরমুজের রং যদিও লাল,
তবু আজও স্বাদ বদলে নোনতা হয়নি।

একফালি চাঁদে মেদুর রশ্মিরাগ পৃথিবীর মলিনতা মন্থনের অপেক্ষায়।

Comments

Popular posts from this blog

যেতে যেতে ৫ :: 22nd July 2018

যেতে যেতে ৪ : 7th July 2018

মনন..10th Feb 2019