মনন...16th July 2019

চল আমরা বলে দিই
...............................

আকাশ কালো করে আসা মেঘ। আর এক পশলা বৃষ্টির জলে ভিজল শহর।
বৃষ্টির জলে ভেজেনি খুদের দল,
বৃষ্টির ছন্দে আমরা বলিনি ছড়া, 
কতদিন।
তাই বৃষ্টি আর আসেনা ঝেঁপে।
শুনি, আনন্দ নগরী আরো বৃষ্টি চায়।
জানালার পাশে বসে চল আমরা বলি,আসলে শহর চায় ভালবাসা।

নীলচে আলোর সরীসৃপের চলন, 
গিলে নেবে নাকি আঁধার! 
আসল আঁধার প্রতিটি খাটের নীচে।
আঁধার ভালবেসে তারা দেখেনা নাগরিকের দল,
কত রাত।
আঁধার নিঝুম রাতে- শোনেনি বৃষ্টির শব্দ।
শুনি, আরও আলো চাই।
সব আঁধারই কি কাটিয়ে দিতে হয়!
আজ সারারাত চল গেয়ে গেয়ে ফিরি আঁধারের জয়গান।

সোনাপুরের বিল পেরিয়ে আঁধার মুখ লুকিয়ে আছে,
দিনাজপুরের আগেই বর্ষা কোথাও গেছে হারিয়ে।
ওরা বলে, এ নাকি সময় খরার।
রাজপথকে যদি আমরা বলে দিই, সব জলই ধরা আছে তার পথচারীদের চোখে?
চিৎকার করে বলি তাদের, শেষবার মন খুলে কাঁদতে?
আনন্দ নগরী হয়ে ক্লান্ত আজ কলকাতা!
শহরও গোপনে মুখোশ খুলতে চায়।

দেখ, আবার আসবে মেঘ,
মেয়েটা আবার ভাসাবে নৌকা। কানা গলির জলে,
ধুয়ে যাবে শেষ জারুলের ফ্যাকাশে পাপড়ি,
এসব দেখতে গিয়ে হঠাৎ যদি দেখ- আমি নেই।
ভয় পেওনা!
পাবে আমায় সোনাপুরের বিলে।
চল আমরা বলে দিই-

কিভাবে, মুখোশ ছিঁড়েও বাঁচা যায়।

Comments

Popular posts from this blog

যেতে যেতে ৫ :: 22nd July 2018

যেতে যেতে ৪ : 7th July 2018

মনন..10th Feb 2019