মনন...15th April 2020

শিয়ালদহে ফাইডিপিডিস
**********************
সন্ধ্যার অপেক্ষায় শহর,
অস্তগামী সূর্যের দিকে সে হেলান দিয়ে রইল চেয়ে।
ভয়কে জয়ের খবর নিয়ে এ শহরে এসেছে
দূরের শহর থেকে। 
আশ্রয়, রেলের ওভারব্রিজ।
উস্কোখুস্কো চুলে জমা কয়েক মাসের ধুলো,
কাঁধের ঝোলায় এল ডোরাডোর নক্সা।
লকডাউন শেষে আসন্ন পরের সফর,
নীচের ট্রেনলাইন দিয়ে ট্রেন যায়না চব্বিশ দিন।

একদা বিপ্লবের স্বপ্নে বিভোর বেলেঘাটা মেন রোডে দেখছে বসে
ইমার্জেন্সির গাড়ি,
ঝোড়ো হাওয়ার টানে কাটা ঘুড়ির অভিসার,
ছাদের ওপর ছাদ, 
আলোর গায়ে আলো,
চারিদিকে এত আলো কেন!
ময়লা বাটিতে খিচুড়ির অবশিষ্টাংশ,
সূর্যাস্ত দেখে সে কবিতা বলেনা বহুকাল,
নেই সঙ্গমকে বর্ণাঢ্য করার আসুরিক প্রয়াস।
সেও কি জানে, এ শহরের ফুটপাথে ধর্ষণ হয়নি অনেকদিন?
চারিদিকে শান্তি আজ,
আরেক ম্যারাথনের আগে।
শান্তির শহরে সে আরো একটা দিন,
এখানেই বসে থাকতে চায়।

দেবাঞ্জন বাগচী।

Comments

Popular posts from this blog

নাগরিক দিনলিপি ৪

নাগরিক দিনলিপি ২

যেতে যেতে ৫ :: 22nd July 2018