মনন...12thJune 2019

স্বপ্নমহল
**********

পূর্বের থেকে পশ্চিমে চলা নদী
মৃদু স্রোতে তার বাজে সন্ধের রাগ
বর্ষাকালে আবেগ উপচে পড়ে
গ্রীষ্মে রিক্ত অগভীর তার খাত।

তারই তীরে এক চার কামরার বাড়ি
ছায়ার আদর দিয়েছিল নিমগাছ
মাঘের শেষে উঠোনে বিছানো রোদ
পেয়ারার ডালে চড়াই পাখির নাচ।

ঘরের সামনে পথ ভোলা এক গলি
দু'পাশেতে তার সবুজ দূর্বা ঘাস
শ্রাবনের জলে নদীর গন্ধে গলি
বয়ে নিয়ে যায় ছোট ছোট কিছু মাছ।

সাঁঝের আঁধার দীপে আর তুলসীতে
শাঁখের ধ্বনিতে প্রবেশাধিকার পায়
লম্ফবাতির দোদুল্যমান আলো
কালি হয়ে ছাদে তিলকের রূপ নেয়।

স্বপ্নমহল আজও রাঙে ফুল-সাজে
ভ্রমরের দল বাঁধে বাসা তরু-শাখে
কাকে খোঁজে আজ চার কামরার ঘর
হারানো নদীর পাশে হওয়া নিমগাছ?

Comments

Popular posts from this blog

যেতে যেতে ৫ :: 22nd July 2018

যেতে যেতে ৪ : 7th July 2018

মনন..10th Feb 2019