মনন...10th Jan 2020

কয়েকটি মধ্যরাত
*****************
গত বছরের ক্যালেন্ডারের পাতায় লেগেছে, 
বিশ্বজুড়ে অনেক দাবানলের পোড়া দাগ।
কেরলের তীব্র বন্যায় ভেসেছে অনেক প্রাণ,
ঘূর্ণিঝড় আবার বলে গেছে
সে অদম্য।
আমাদের মানচিত্র জ্বলেছে আগুনের রঙে।
গেরুয়া, সবুজ, লাল, সাদা, নীলের আগুনে পুড়েছি আমরাও।
মধ্যরাত্রের স্বপ্নে কিছু মানুষকে আহ্বান করেছে এক বিবর।
সারাদিন হাড়ভাঙ্গা খাটনির পর ঘুম ভেঙ্গে প্রবাসী,
বাকি রাত ফিরতে চেয়েছে নিজের চেনা বৃত্তে।
অনেক মধ্যরাতে বৃষ্টি ঝরার তান রেখে যায়নি তোমার প্রেমের স্মৃতি,
আমার বালিশের নীচে।

অথচ তুমি এসেছিলে গ্রীষ্মের দাবানলের মতন
দগ্ধ করতে আমার সমস্ত পাপ,
বন্যা সেজে ধুয়ে ফেলতে সে সমস্ত ছাই,
দমকা হাওয়ার টানে নিয়ে যেতে কাশফুলে ঢাকা
সেই ঝিলের পাড়ে,
মনের সমস্ত রঙ মিলিয়ে দিতে পলাশের কুঁড়ির অগ্নিশিখায়।
তোমায় পাওয়ার অপেক্ষায় আবার সাজবে বসন্তের পলাশে লালমাটি, ঝোরা আর ডুংরির দেশ।
শুধু আমার কিছু মধ্যরাত তোমায় রোজ খুঁজে পায়না।

দেবাঞ্জন বাগচী।

Comments

Popular posts from this blog

যেতে যেতে ৫ :: 22nd July 2018

যেতে যেতে ৪ : 7th July 2018

মনন..10th Feb 2019